Our Quranic Quiz Bank Website is Ready To Be Accessed, Alhamdulillah

Quranic Quiz Bank

Be a part of the 'Quranic Quiz Bank' project in this Sadaqah Jariyah initiative

Alhamdulillah, Allah Ta’ala has blessed us with the opportunity to move forward in realizing a long-cherished dream.
This dream is to initiate a program that enables learning, understanding, and exploring the Quran through a question-and-answer format. By the grace of Allah, over 2000+ questions and answers have already been prepared, and the composition work is in its final stages. The next step involves uploading and developing these questions on a dedicated website.

Another significant aspect of this project is its publication in book form in the Bangla language. The plan is to publish the book in three volumes, and the work for the first 10 Juz is nearly complete. Simultaneously, the Bangla and English versions of the ‘Quranic Quiz Bank’ project are progressing in parallel.

Donate towards our maintenance expenses and to support this wed page free for all.

Why Donate?

For every Q&A you participate may earn reward of gaining knowledge and for reflecting the Quranic verses. Your support ensures that Islamic knowledge remains accessible to millions around the world, free and without ads.

Donations allow us to maintain, improve, and expand our platforms, enabling us to continue spreading the message of Islam globally.

Imagine the ongoing reward as our projects continue to benefit individuals, families, and communities for years to come.

“Whoever guides someone to virtue will be rewarded equivalent to him who practices that good action.”

-Sahih Muslim Book 1, Hadith 173

This initiative is undoubtedly a long-term and resource-intensive effort. Therefore, those who wish to contribute to this noble cause as a form of Sadaqah Jariyah are encouraged to offer financial support. Insha’Allah, your contributions will be a source of ongoing reward in the Hereafter.

If you choose to donate to this project (Quranic Quiz Bank), please make sure to mention “QQB” as a reference.

Let us join hands to make this initiative a success. May Allah accept our efforts and bless us all. Ameen.

WhatsApp, IMO

Dutch Bangla Bank

Bkash, Nagad

Payoneer

আলহামদুলিল্লাহ, দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলার তাওফিক দিয়েছেন আল্লাহ তাআলা।
আমাদের সেই স্বপ্ন হলো প্রশ্নোত্তরের মাধ্যমে কুরআনুল কারীমকে জানা, বোঝা ও শেখার কার্যক্রম শুরু করা। ইতোমধ্যে এই প্রজেক্টের জন্য ২০০০+ প্রশ্নোত্তর প্রস্তুত করা হয়েছে, এবং কম্পোজিং কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখন সেগুলো একটি ওয়েবসাইটে আপলোড বা ডেভেলপ করার কাজ চলছে।

এ প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো বাংলা ভাষায় কিতাব আকারে এটি প্রকাশ করা। পরিকল্পনা অনুযায়ী, কিতাবটি তিনটি ভলিউমে ছাপানো হবে। প্রথম ১০ পারার কাজ প্রায় সম্পন্ন হয়েছে। একইসাথে, ‘কুরআনিক কুইজ ব্যাংক’ প্রজেক্টের বাংলা ও ইংরেজি ভার্সনের কাজও চলমান।

আমাদের রক্ষণাবেক্ষণ খরচ এবং এই ওয়েব পেজটি সকলের জন্য বিনামূল্যে রাখতে সহায়তা করার জন্য দান করুন।

কেন দান করবেন?
প্রতিটি প্রশ্নোত্তরে অংশগ্রহণের মাধ্যমে আপনি জ্ঞান অর্জনের পুরস্কার এবং কুরআনের আয়াত নিয়ে চিন্তা-ভাবনা করার সওয়াব পেতে পারেন। আপনার সহযোগিতা নিশ্চিত করে যে ইসলামিক জ্ঞান সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জন্য বিজ্ঞাপনবিহীন এবং বিনামূল্যে সহজলভ্য থাকে।

দান আমাদের প্ল্যাটফর্মগুলো রক্ষণাবেক্ষণ, উন্নয়ন এবং সম্প্রসারণে সহায়তা করে, যা ইসলামিক বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার এই মহৎ কাজকে অব্যাহত রাখে।

কল্পনা করুন, আমাদের প্রকল্পগুলো বছরের পর বছর ধরে ব্যক্তিদের, পরিবারগুলোর এবং সম্প্রদায়গুলোর উপকারে আসতে থাকলে আপনি একটি ধারাবাহিক সওয়াব লাভ করবেন।

“যে কেউ কাউকে সৎকাজের পথে পরিচালিত করবে, সে তার মতোই পুরস্কার পাবে যে ব্যক্তি সেই সৎকাজটি সম্পাদন করবে।”
– সহীহ মুসলিম, বই ১, হাদিস ১৭৩

এটি একটি দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল উদ্যোগ। তাই যারা এই সদকায়ে জারিয়ার মহৎ কাজে নিজেদেরকে সম্পৃক্ত করতে চান, তারা আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন। ইংশাআল্লাহ, আপনার এই অবদান আখিরাতে সদকায়ে জারিয়া হিসেবে গন্য হবে।

যারা এই প্রজেক্টে (Quranic Quiz Bank) অনুদান পাঠাবেন, তারা অবশ্যই রেফারেন্স হিসাবে “QQB” উল্লেখ করবেন।

আসুন, আমরা সকলে মিলে এই উদ্যোগকে সফল করতে কাজ করি। আল্লাহ আমাদের সকলের প্রয়াস কবুল করুন। আমিন।

Scroll to Top